দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা
করছি দিনে ৫০০ টাকা ইনকাম করার app আপনার অনেক কাজে লাগবে। যদি আমার আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন কোন app এর মাধ্যমে দিনে ৫০০ টাকা বা
তারও বেশি ইনকাম করতে সক্ষম হবেন।
যদি এই app গুলো সম্পর্কে বিস্তারিত জেনে না থাকেন তাহলে আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। চলুন দেরি না করে শুরু করি দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app সম্পর্কে।
ভূমিকা
দিনের ৫০০ টাকা ইনকাম করার জন্য যেকোনো পেশারত মানুষই করতে পারবেন। একটা
স্মার্টফোনের মাধ্যমে সহজেই আপনি এই ৬টি জনপ্রিয় app দিয়েই ইনকাম করতে পারবেন।
ইনকাম করার বিষয়টি খুব একটা সহজ নয় এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে।
যদি আপনি দিনে ৫০০ টাকা বা তার বেশি আয় করতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ
করতে হবে। একটা স্মার্টফোনের মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন এই সেরা ৬
টি app এর মাধ্যমে। স্মার্ট ফোন দিয়ে টাকা ইনকামের হার বৃদ্ধি পাচ্ছে। ঘরে বসে
থেকেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন এই সাতটি app দিয়ে।
দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app
দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app গুলো দিয়ে প্রচুর পরিমাণে মানুষ আয় করছে।
চাকরি রত অথবা ব্যবসার চেয়ে অধিক বেশি আয় হচ্ছে অনলাইন এর মাধ্যমে। সত্যি কথা
বলতে আপনি চাইলেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন ৬টি app মাধ্যমে চলুন জেনে
নিই। ৬টি app গুলো কি কি নিচে দেওয়া হল-
- Fiverr App
- Swagbucks App
- Facebook App
- Upwork App
- Rokomari App
- Youtube App
Fiverr App দিয়ে ইনকাম
Fiverr App হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি অ্যাপ। সারা বিশ্বের মধ্যে
অধিকাংশ ফ্রিল্যান্সাররা Fiverr app থেকে প্রচুর পরিমাণে আর্থিক টাকা উপার্জন
করে থাকে। Fiverr App মাধ্যম থেকে ছোট ছোট কিছু কাজের মাধ্যমে দিনে ৫০০ টাকা
উপার্জন করতে পারবেন। যেমন, আর্টিকেল লেখা, লোগো ডিজাইন, ইউটিউব চ্যানেল তৈরি
করা, গ্রাফিক ডিজাইনের কাজ ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের কাজ করে Fiverr app
থেকে অর্থ উপার্জন করতে পারেন।
Fiverr App হচ্ছে এমন একটি app যেখানে সারা বিশ্বের বায়ার তাদের কাজের উপর
ভিত্তি করে ফ্রিল্যান্সার খুঁজে hire করে কাজ দিয়ে থাকে। তবে Fiverr app এ
আসলে নিজেকে অবশ্যই যে কোন একটি বিষয়ের প্রতি দক্ষতা অর্জন করে আসতে হবে।
Fiverr app কাজ করতে হলে প্রতিযোগিতার সাথে কাজ করতে হয়। Fiverr app এ ছোট
থেকে বড় সব ধরনের কাজ পাওয়া যায়। যেমন-
- লোগো ডিজাইন
- ব্যানার ডিজাইন
- আর্টিকেল লেখা
- ডাটা এন্ট্রি
- ওয়েব ডিজাইন
Swagbucks App দিয়ে ইনকাম
স্মার্টফোনের মাধ্যমে Swagbucks app দিয়ে ইনকাম করা যায়। এই অ্যাপটির মাধ্যমে
দিনে ৫০০ টাকা ইনকাম যে কেউ খুব সহজেই করতে পারেন। Swagbucks app ইনকাম করার
পদ্ধতি হচ্ছে গেম খেলা অ্যাপ ইন্সটল করে ডাউনলোড করা, ভিডিও দেখা ইত্যাদি.
Swagbucks app সাইন আপ করে নতুন অবস্থাতেও ইনকাম করা খুব সহজ।
এই অ্যাপটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ দিয়ে
প্রবেশ করে Swagbucks লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। প্রতিদিন কাজ করে
নগদ, বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট নিতে পারবেন। তাই ঘরে না বসে থেকে
Swagbucks app এর মাধ্যমে খুব সহজেই দই দিনে ৫০০ টাকা বা তারও বেশি ইনকাম করতে
পারবেন।
Facebook app দিয়ে ইনকাম
বিশ্বের এই আধুনিক যুগে ফেসবুক অ্যাপ দিয়ে খুব সহজেই ঘরে বসে ইনকাম করা সহজ।
ফেসবুক বিশ্বের অন্যতম আর্টিফিশিয়াল প্লাটফর্ম এর মধ্যে একটি অনলাইন ইনকাম
অ্যাপ। ফেসবুক অ্যাপ দিয়ে বিভিন্ন উপায়ে ইনকাম করা সহজ। যেমন ব্লক করা,
আর্টিফিশিয়াল লিঙ্ক শেয়ার, প্রোডাক্ট সার্ভিস, ব্যক্তিগত লাইফ স্টাইল
ইত্যাদি।
ফেসবুক অ্যাপ দিয়ে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটি একাউন্ট খুলে ফেসবুক
পেজ তৈরি করতে হবে। ফেসবুক পেজে নিয়মিত ফানি ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে।
ফেসবুক অ্যাড এর মাধ্যমে দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। facebook app দিয়ে
ইনকাম করার এই কয়েকটি অ্যাপ ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
Up work হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সাররা নিজেদের
প্রোফাইলে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন আপ ওয়ার্কের মাধ্যমে। তাদের কাজগুলো পছন্দ
হলে ক্লাইন্টরা প্রপোজাল পাঠান। upwork এর প্রধান কাজ হচ্ছে ফ্রিল্যান্সার এবং
ক্লায়েন্ট এর মধ্যে কাজগুলোর সংযোগ স্থাপন করা। upwork এ বিভিন্ন ধরনের কাজ
থাকে। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তারা ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ
করে।
upwork এর কাজগুলো হচ্ছেঃ ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও
এডিটিং, ফটোগ্রাফি এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কপিরাইটিং, আর্টিকেল
রাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি। আপনাকে ফিক্সড মানি এবং ঘন্টা
অনুযায়ী পারিশ্রমিক কাজ পাওয়া যায়। আপনি চাইলে কাজের উপর ভিত্তি করে আপনার
থেকে দিনে ৫০০ টাকা ও তার বেশি ইনকাম করতে পারবেন।
Rokomari appদিয়ে ইনকাম
ঘরে বসে আয় করার অন্যতম প্রধান অ্যাপ হচ্ছে রকমারি অ্যাপ। পড়াশোনা চাকরি অথবা
ঘরের কাজের পাশাপাশি রকমারি app থেকে দিনে ৫০০ টাকা ও তার বেশি ইনকাম করতে
পারবেন খুব সহজেই। প্রথমে আপনাকে রকমারি অ্যাফিলিয়েট একাউন্ট খুলতে হবে।
রকমারি এফিলেন্ট অ্যাপে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে
পারবেন। এবার আপনাকে আপনার মেন পেজে গিয়ে পছন্দের পণ্য সিলেক্ট করে কপি করে
নিতে হবে।
সেই লিংকটি এলিফেন্ট লিংকে সংযোগ করতে হবে। সামাজিক মাধ্যম ফেসবুক অথবা ইউটিউব
এর মাধ্যমে আপনার লিংকটি শেয়ার করলে শেয়ার লিংক থেকে কোন কিছু কিনলেই আপনি
কমিশন পাবেন। রকমারি অ্যাপের মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
Youtube app দিয়ে ইনকাম
Youtube থেকে আয় করার বেশ কয়েকটি উপায় রয়েছে। সামাজিক যোগাযোগের মধ্যে
youtube একটি অন্যতম যোগাযোগ মাধ্যম। বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে মানুষ অনেক
টাকা ইনকাম করছে। প্রতিদিন 500 টাকা ইউটিউব থেকে খুব সহজেই ইনকাম করা সহজ।
ইউটিউবার হিসেবে বিজ্ঞাপন থেকে আয় ও পণ্য বিক্রয় করেও ইউটিউব থেকে আয় করা
যায়। ইউটিউব থেকে ২০০ কোটিরও মানুষ নিয়মিত ভিডিও দেখেন। ইউটিউব একটি আয়ের
জনপ্রিয় মাধ্যম। ভিডিও মেকিং করে ইউটিউব থেকে কয়েক লাখ ডলার ইনকাম করছে ঘরে
বসেই।
লেখকের মন্তব্য-দিনে ৫০০ টাকা ইনকাম করার ৬টি app
খুব সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করার বেশ কয়েকটি অ্যাপ নিয়ে আলোচনা করেছি। আশা
করি পরিশ্রমের মাধ্যমে এই এই অ্যাপগুলো দিয়ে সাফল অর্জন করবেন।Fiver app,
Swagbucks app, Facebook app, Upwork app, Rokomari app, Youtube app বিশ্বের
জনপ্রিয় এই ৬টি অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মানুষ সফলতা অর্জন করছে। চাকরি,
পড়াশোনা বা ঘরে বসে থেকেও খুব সহজেই ইনকাম করতে পারেন এই ৬টি অ্যাপের মাধ্যমে।
যদি আমার আর্টিকেলটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে
জানাবেন। আমার আর্টিকেলটি ভালো লাগলে আপনার নিকট আত্মীয়র কাছে শেয়ার করতে
পারেন। এতক্ষণ আমার আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url