হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানুন

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আপনারা অনেকেই হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সম্পর্কে জানেন না। হ্যান্ড ফুড মাউথ ডিজিজ এই রোগটি ছোট শিশুদের বেশি হয়ে থাকে।
চলুন জেনে নেই হ্যান্ডফুড মাউথ ডিজিজ সম্পর্কে। এবং কিভাবে এর রোগ থেকে ছোট বাচ্চাদের বাঁচাবেন তা সম্পর্কে বিস্তারিত জানাবো।

ভূমিকা

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এই রোগটি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এটি একটি মারাত্মক রোগ। যা ছোট বাচ্চাদের খুব সহজেই আক্রান্ত করছে। অনেকেই হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এই রোগটিকে চিকেন পক্স মনে করছেন আসলে এটা অন্য একটি মারাত্মক রোগ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এ রোগটি হলে ছোট শিশুদের তিন থেকে চার দিন জ্বর থাকবে অথবা হঠাৎ করেই মুখের ভিতরে ব্যথা অনুভব হবে।

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ 

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে হাতের তালুতে এবং পায়ের তালুতে লাল লাল পানি পানি রাস বের হওয়া এবং মুখের মধ্যে ব্যাথা অনুভব হওয়া। এই রোগটিতে ১ থেকে থেকে ১০ বছরের শিশুদের হয়ে থাকে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এই রোগটির প্রথম লক্ষণ হচ্ছে দুই থেকে তিন দিন জ্বর হওয়ার এবং মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া। জ্বর হওয়ার কয়েকদিন পরেই হাত এবং পায়ের তালুতে ছোট ছোট লাল লাল রাস এবং রাসের মধ্যে হালকা হালকা পানি জমা হবে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজের কারণে ছোট শিশুরা খেতে পারে না। ছোট শিশুদের মুখ থেকে প্রচুর পরিমাণে লালা পরে। এই রোগটি ৭ থেকে ১০ দিন থাকতে পারে।

হ্যান্ড ফুট মাউথ ডিজজের লক্ষণ

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এমন একটি রোগ যার কারণে একটি শিশুর থেকে অন্য একটি শিশুর হতে পারে। হাঁচি কাশির মাধ্যমে হ্যান্ড ফুট মাউথ ডিজিস রোগটি হয়ে থাকে। বাসার ফ্লোরে অথবা দেয়ালে সংস্পর্শেও একটি হতে পারে। সেক্ষেত্রে বাসার ফ্লোর অথবা দেওয়ার ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি কোন শিশুর এ রোগটি হয়ে থাকে এবং সে যদি স্কুলে যায় তাহলে অপর আরেকটি শিশুরও এ রোগটি খুব সহজে হতে পারে।

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ শিশুদের খাদ্য তালিকা

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এর কারণে অনেক শিশুরা খাবার খেতে পারে না। কারণ জিব্বার মধ্যে অনেক রাস বের হয় এবং প্রচুর পরিমাণে গলা ব্যথা হয়। এই সময়টাতে শিশুদের ইমিউনিটি ঠিক রাখার জন্য পাতলা খিচুড়ি রান্না করে দিতে পারেন এছাড়াও তরল জাতীয় খাবার খাওয়াতে পারেন। এ সময়ে ছোট শিশুদের পিপাসা মেটানোর জন্য ডাবের পানি খাওয়াতে পারেন। এ সময়ে বিশেষ করে পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে। আপনি আপনার বাচ্চাকে ভেজিটেবল সুপ বানিয়ে দিতে পারেন। এছাড়াও একটি করে ডিম এবং এক গ্লাস দুধ তার খাদ্য তালিকায় দিতে পারেন। আপনি আপনার নরম জাতীয় শিশুকে ফল খাওয়াতে পারেন যেমন পাকা পেঁপে, পাকা আম, তরমুজ ইত্যাদি।

হ্যান্ড ফুট মাউথ ডিজিজের চিকিৎসা

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এই রোগটি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঔষধ এবং মলম ব্যবহার করতে হবে। চিকিৎসকরা এই সময়ে শিশুদের প্রচুর পরিমাণে পানি খাওয়ার নির্দেশ দিয়ে থাকে যাতে শিশুদের প্রসাব ঠিকমতো হয়। এই সময় শিশুদের ফলের রস খেতে নিষেধ করে থাকে কারণ এ সময় ফলে রস খেলে বাচ্চাদের মুখে ব্যথা হতে পারে।

হ্যান্ড ফুড মাউথ ডিজিট প্রতিরোধ

  • শিশুদের হাত পা পরিষ্কার করে রাখতে হবে।
  • পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়াতে হবে।
  • বাসার ফ্লোর দেওয়াল পরিষ্কার করতে হবে।
  • হ্যান্ড ফুট মাউথ ডিজিজ রোগে আক্রান্ত শিশুদের থেকে অন্য শিশুদের দূরে রাখতে হবে।
  • ছোট শিশুদের মুখে হাত দেওয়ার অভ্যাস থাকলে বদলাতে হবে।
  • বাসার বাইরে এবং বেশি জনতার মধ্য থেকে দূরে রাখতে হবে।
  • হাঁচি কাশির নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।

লেখক এর মন্তব্য

হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এক ধরনের ভাইরাসজনিত রোগ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এর রোগটি হলে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। একটি শিশুর মাধ্যমে আরেকটি শিশুর এ রোগটি ছড়াতে পারে।

এই রকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে তামান্না আইটির পাশে থাকুন। পৃথিবী হোক সুন্দরময়। আমার আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url