কোন রোগের জন্য কি টেস্ট করা হয় তা সম্পর্কে জানুন
আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোন কোন রোগের জন্য কি কি টেস্ট করানো লাগে এবং কি টেস্ট করালে জানতে পারা যায় আসলেই কি রোগ হয়েছে। আপনারা যদি সে সম্পর্কে বিস্তারিত জেনে না থাকেন তাহলে আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
আমরা অনেকেই নানা ধরনের সমস্যায় পড়ে থাকি। রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা আরো যাবতীয় পরীক্ষা করা লাগে কিন্তু আমরা এটা জানি না যে আসলেই কোন রোগের জন্য কি কি টেস্ট করলে জানতে পারা যাবে কোন রোগটা হয়েছে। চলুন দেরি না করে শুরু করি।
ভূমিকা
বিভিন্ন রোগের কারণে আমরা অনেক টেস্ট করে থাকি। আজ আমরা টেস্টগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। টেস্টগুলো হচ্ছে CBC, Urine R/E, Lipid Profile, Serum Bilirubin, SGPT/SGOT, Serum Electrolyte, HB s AG, HBA1c, LFT, Via Test, ECG ইত্যাদি বিষয়ে নিচে আলোচনা করা হলো।
যে যে রোগে CBC করা হয়
- জ্বর হলে আমরা হতাশ হয়ে পড়ি কি কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য। জ্বর হওয়ার জন্য অনেক সময় Blood Culture টেস্ট করতে হয়।
- শরীরে রক্তের পরিমাণ কেমন আছে তা জানার জন্য আমরা হিমোগ্লোবিন টেস্ট করি।
- রক্তের ঘাটতি থাকলে সেটা আইরন বা ভিটামিনের অভাব আছে কিনা জানার জন্য মূলত টেস্ট করতে হয়।
- শরীরে এলার্জি কেমন আছে তার ধারণা পাওয়া যায়।
- রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন আছে তার ধারণা পাওয়া যায়।
- ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে বিশেষ ধারণা পাওয়া যায়।
Urine R/E প্রসব টেস্ট যে যে কারণে করা হয়
- প্রসাবে ইনফেকশন আছে কিনা দেখার জন্য ইউরিনারি টেস্ট করানো হয়।
- ডায়াবেটিস আছে কিনা জানার জন্য টেস্ট করানো হয়।
- প্রসবের মধ্য দিয়ে প্রোটিন যায় কিনা।
- কিডনিতে পাথর হয়েছে কিনা তার জন্য Urine টেস্ট করানো হয়।
RBS-Random Blood Sugar
- ডায়াবেটিস আছে কিনা তার ধারণার জন্য প্রাথমিক টেস্ট করানো হয়।
Serum Creatinine
- যেসব রোগীর কিডনির সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় তাদের জন্য এ টেস্টটা করা হয়।
- প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য এই টেস্টটা বাধ্যতামূলক।
- ব্যথার ওষুধ দেয়ার আগে এই টেস্টটা করা অত্যন্ত জরুরী।
Lipid Profile
- রক্তে চর্বির পরিমাণ বোঝার জন্য এই টেস্টটা করা হয়।
- হার্টের ও প্যান রোগীর জন্য এই টেস্টটা করা জরুরী ক্রিয়াটাইটিস।
Serum Bilirubin
- জন্ডিস আছে কিনা চেক করার জন্য এটা প্রাথমিক টেস্ট।
- জন্ডিস হলে আরো বিভিন্ন টেস্ট করতে হয়।
- SGPT/SGOT: লিভারের কন্ডিশন বোঝার জন্য এটা করা হয়।
- লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করেছে তা দেখা হয়।
Serum Electrolyte
- রক্তে খনিজের পরিমাণ জানার জন্য করা হয়।
- শরীর দুর্বল লাগলে বেশি বমি ডায়রিয়া এসব ক্ষেত্রে এই টেস্ট করা হয়।
HB s AG
- জন্ডিস এবং লিভারের কন্ডিশন বোঝার জন্য এই টেস্ট করা হয়।
HBA1c
- ডায়াবেটিকস বা রক্তে গ্লুকোজের কয়েক মাসের গড় নির্ণয়ের জন্য এই টেস্ট করা হয়।
LFT
- লিভারের সমস্যা বুঝতে এই টেস্ট করা হয়।
- BT-TC: রক্ত রোগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
Via Test
- সার্ভিসের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এই টেস্ট করা হয়।
- TSH: Thyroid Stimulating Hormone এই টেস্ট হর মন নির্ণয়ের জন্য করা হয়।
- ECG: হৃদরোগের অবস্থা বোঝার জন্য প্রাথমিক টেস্ট করা হয়।
শেষ কথা
ইতিমধ্যে আমি বিভিন্ন রোগের টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আমার আজকের লেখা সেরা আর্টিকেলটি পড়ে ভালো ফলাফল পাবেন এবং উপকৃত হবেন। যদি আমার আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url