পরীক্ষার খাতায় লেখার কিছু সহজ নিয়ম জানুন
চলুন দেরি না করে জানি পরীক্ষার খাতায় লিখার কিছু নিয়মকানুন। আমরা হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছি কিন্তু জানিনা কিভাবে বা কোথা থেকে লেখা শুরু করব সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব।
প্রত্যেকটি পরীক্ষার্থীদেরকে পরীক্ষার খাতায় লেখার কিছু নিয়মকানুন জানা উচিত। কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে সে সম্পর্কে জানতে হবে।
কাভার পৃষ্ঠার তথ্যপূরণঃ কাভার পৃষ্ঠায় তথ্য পূরণ করা শিক্ষার্থীর হবে প্রথম কাজ। ভালোভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, কেন্দ্রের নাম ইত্যাদি বিষয়ের প্রতি মনোযোগ সহকারে বৃত্ত ভরাট করতে হবে। মনে রাখতে হবে যে ভুল ত্রুটি করলে রেজাল্ট স্থগিত হয়ে যাবে। কালো কালি দিয়ে বৃত্ত ভরাট বা লিখা উচিত।
মার্জিন দেওয়াঃ খাতার পৃষ্ঠায় ভালোভাবে মার্জিন দিতে হবে। কলমের থেকে রুল দিয়ে মার্জিন দেওয়া উচিত। প্রশ্ন দেওয়ার আগেই মার্জিন দেওয়া শেষ করতে হবে। বামদিকে কিছু জায়গা ফাঁকা রেখে মার্জিন টানা বরাদ্দ।
রঙিন কলমের ব্যবহারঃ রঙিন কলম ব্যবহার না করা উত্তম। আমরা অনেকেই খাতার সৌন্দর্য দেখানোর জন্য রঙিন কালির কলম ব্যবহার করে থাকি। কারণ পরীক্ষায় বিভিন্ন কালারের ব্যবহার পছন্দ করেন না।
দু লাইনের মাঝে ফাঁকঃ অনেক পরীক্ষার্থীরা খাতার মাঝে অনেক বেশি ফাঁক রেখে দেয় সে ক্ষেত্রে মাঝে বেশি ফাক রাখা যাবে না। একটি খাতার পৃষ্ঠায় ১২ লাইন লেখা প্রযোজ্য। যারা মনে করে বেশি ফাঁক রেখে বড় বড় করে লিখবে তারা খাতায় কম নাম্বার পাই।
উত্তর সুন্দর করে লেখাঃ হাতের লেখা যার যত সুন্দর মার্ক সে তত ভাল পায়। সুন্দরভাবে কোন প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। যাদের হাতের লেখা খারাপ তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলে সঠিক মার্ক দিয়ে থাকে।
খাতার পৃষ্ঠা খালি রাখবে নাঃ অনেক সময় ভুলক্রমে খাতার পৃষ্ঠা ফাঁকা থেকে যায়। সে ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে পৃষ্ঠায় ক্রস চিহ্ন দেয়া অথবা পরীক্ষা কেন্দ্রের শিক্ষকের স্বাক্ষর নেওয়া। তবে খাতার পৃষ্ঠা ফাঁকা না রাখায় উচিত।
বানিয়ে প্রশ্নের উত্তর লিখবে নাঃ প্রশ্ন কমন না পড়ায় অনেক প্রশ্নের উত্তর আমরা বানিয়ে লিখি যা আমাদের প্রশ্নের উত্তরের সাথে মিল থাকে না। সেজন্য পরীক্ষক খাতা কাটার সময় বিরক্ত হয়। আমাদের উচিত বানিয়ে লিখলেও যাতে প্রশ্ন উত্তরের সাথে মিল থাকে।
প্রশ্নের ধারাবাহিকতা ঠিক রেখে উত্তর লিখবেঃ প্রশ্নের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। অনেক সময় আমরা প্রশ্নের উত্তর গুলো উলটপালট করে লিখি। সেক্ষেত্রে যদি ধারাবাহিকতা ভাবে ঠিক করে প্রশ্নের উত্তর লিখতে থাকি তাহলে পরীক্ষক বিরক্ত হন না। প্রশ্নের উত্তরের মধ্যে থাকতে হবে নতুন কিছু যা খাতা কাটার ব্যাপারে কত হাজার জন্মাবে এবং বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকবে।
পরীক্ষার খাতায় বাংলা ইংরেজি উভয় ভাষা ব্যবহার করবে নাঃ অনেক প্রশ্নের উত্তরে অনেকেই বাংলা ইংরেজি একসাথে লিখে ফেলে সেক্ষেত্রে লেখার সৌন্দর্য নষ্ট হয়। আমাদের এ কাজটি করা মোটা উচিত না। বাংলা ইংরেজি করে খাতায় লিখলে বেেশি নাম্বার পাওয়া যায় না।
পরীক্ষার খাতায় বেশি কাটাকাটি করা যাবে নাঃ কোনো কিছু ভুল হয়ে গেলে আমরা খুব বেসি কাটাকাটি করি। হিবিজিবি কাটাকাটি না করে এক টান দিয়ে কেটে দিতে হবে।তারপর আবার লেখা শুরু করতে হবে।
অতিরিক্ত লুজশিটঃ অতিরিক্ত লুজ নেয়ার সঙ্গে সঙ্গে লুজশিটে নাম্বার দিতে হবে। খাতা জমা দেওয়ার আগে লুজশিট গুলুতে মুল খাতার সঙ্গে পিন অ্যাপ করে নিতে হবে।
খাতা জমা দেওয়ার আগেঃ সব লেখা শেষ করে ভালভাবে পরতে হবে। কোনো ভুল হলে পনুরায় ঠিক করতে হবে। এরপর সময় শেষ হলে পরিদশকের কাছে জমা দিতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url